thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

"গণবিরোধী সরকার  টিকে থাকতে  পারবে না"

২০২৩ ডিসেম্বর ০১ ২০:৩৬:১৮

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গণবিরোধী সরকার কখনও টিকে থাকতে পারেনি, এই সরকারও পারবে না।

আজ (১ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, চলমান আন্দোলন দমনে সরকার বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে। কিন্তু জোর করে আন্দোলন বন্ধ করা যাবে না। গণতন্ত্রের লড়াইয়ে বিএনপি অবশ্যই বিজয়ী হবে ।

তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই বলে সব শ্রেণি-পেশার মানুষ নিজেদের অধিকার থেকে বঞ্চিত। অতীতেও মানুষ অধিকার হারিয়েছে, আবার তা আন্দোলনের মাধ্যমে ফিরিয়ে এনেছে। শিগগিরই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে মানুষ এবারও অধিকার আদায় করবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর