thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

বিদায়ী সপ্তাহে শেয়ারের দাম বেড়েছে জিকিউ বলপেনের

২০২৩ ডিসেম্বর ০২ ১২:১১:১৭
বিদায়ী সপ্তাহে শেয়ারের দাম বেড়েছে জিকিউ বলপেনের

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৬ থেকে ৩০ নভেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের ক্লোজিং দাম ছিল ১৩০.৪০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম দাঁড়িয়েছে ১৭৩ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ৪২.৬০ টাকা বা ৩২.৬৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আফতাব অটোমোবাইলসের শেয়ারদর বেড়েছে ২২.৭৫ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকসের ২০.৭০ শতাংশ, লিবরা ইনফিউশনসের ১৮.৪৮ শতাংশ, সমতা লেদারের ১৮.৩০ শতাংশ, এডিএন টেলিকমের ১৩.৮৩ শতাংশ, মুন্নু এগ্রোর ১২.০৯ শতাংশ, সমরিতা হাসপাতালের ১০.১৫ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৯.৫৩ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশনের ৮.৫৬ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর