thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়া

২০১৩ নভেম্বর ১৩ ১১:০৪:৪৬
বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়া

দিরিপোর্ট২৪ ডেস্ক : আসন্ন বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়া। এবার বিশ্বকপ ফুটবলের আয়োজক ব্রাজিল। শংকা প্রকাশ করে অস্ট্রেলিয়ার ফুটবল কর্মকর্তারা। বলেছেন, এই বিষয়টি মোকাবেলা করাটা তাদের জন্য চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

দেশটিতে বর্তমানে চলমান গণ আন্দোলনের কারণ গত সপ্তাহে রিওতে পুর্বনির্ধারিত ফুটবল সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সংগঠন সকারের আন্তর্জাতিক সম্মেলন বাতিল করেছে কর্তৃপক্ষ। ফলে আগামী জুনে নির্বিঘ্নে বিশ্বকাপ আয়োজনের সামর্থ্য ব্রাজিলের আছে কিনা; তা নিয়ে যথেষ্ট শঙ্কা প্রকাশ করেছেন তারা।

২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল এবং রিওতে ২০১৬ সালের অলিম্পিক আয়োজনের জন্য কোটি কোটি ডলার খরচ করেছে। অবকাঠামো বির্ণিমানে সরকারের দুর্নীতির প্রতিবাদ হচ্ছিল দীর্ঘদিন ধরেই। সেই আন্দোলন নতুন করে দানা বেধেছে। ফলে রিও ও সাওপাওলোতে শুরু হওয়া ওই সম্মেলন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

অস্ট্রেলীয় ফুটবল ফেডারেশনের প্রধান নির্বাহী ডেবিড গ্যালোপ বলেছেন, ‘আমাদের পরিচালনা পরিষদ সেখানকার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। মাসব্যাপী ওই টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলের নিরাপত্তা পরিকল্পনা ইতোমধ্যে গ্রহন করা হয়েছে।’

তিনি আরো বলেছেন, ‘সেখানে এখনো কিছু শঙ্কার বিষয় রয়ে গেছে। এখন সে বিষয়গুলো নিয়ে পরিকল্পনা প্রনয়নে সহযোগিতা করার জন্য আমরা স্থানীয়দের সহায়তা চাই। আমরা ইতোমধ্যে টুর্ণামেন্টকে ঘিরে আমাদের পরিকল্পনা নিয়ে অনেকদূর এগিয়ে গেছি। ব্রাজিলে অবস্থানরত আমাদের নাগরিকদের এ কাজে নিয়োজিত করেছি। সে সঙ্গে কাজ করছে আমাদের কর্মচারীরাও।’

সম্প্রতি ব্রাজিলের ওই অন্দোলকারীদের মুখোমুখি হবার অভিজ্ঞতা অর্জন করেছে অস্ট্রেলীয় খেলোয়াড়রা। সেপ্টেম্বরে ব্রাসিলিয়ায় খেলতে গিয়ে প্রথমবারের মত ওই আন্দোলনকারীদের মুখোমুখি হয়েছে তারা।

খেলা শুরু হবার এক ঘন্টারও কম সময় আগে কয়েক ডজন বিক্ষেভকারীকে হটাতে পুলিশকে টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়তে হয়েছে। শুধু তাই নয়, ম্যাচের ভেন্যু ম্যান গেরিঞ্চা স্টেডিয়ামটি বিপুল সংখ্যক পুলিশ দিয়ে ঘিরে রাখতে হয়েছে এবং স্টেডিয়ামকে বেষ্টন করে চক্কর দেয় হেলিকপ্টার। সূত্র : মেইল অনলাইন।

(দিরিপোর্ট২৪/এএস/এমআই/নভেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর