thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১,  ১৯ মহররম 1446

সীমান্ত ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন

২০২৩ ডিসেম্বর ০৫ ১৪:৩১:০৫
সীমান্ত ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন

দ্য রিপোর্ট প্রতিবেদক:সীমান্ত ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে ‘সীমান্ত ব্যাংক পিএলসি’ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, কোম্পানি আইন, ১৯৯৪ এর ১১ক(ক) ধারার বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংক কর্তৃক ৪ ডিসেম্বর হতে তফসিলি ব্যাংকসমূহের তালিকায় ‘সীমান্ত ব্যাংক লিমিটেড’ এর নাম ‘সীমান্ত ব্যাংক পিএলসি.’ (ইংরেজিতে- Shimanto Bank PLC.) হিসেবে পরিবর্তন করা হয়েছে।

একই সঙ্গে প্রজ্ঞাপনও জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১২৭ নম্বর আদেশ) এর ৩৭(২)(সি) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ৪ ডিসেম্বর হইতে তফসিলভুক্ত ‘সীমান্ত ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তনপূর্বক ‘সীমান্ত ব্যাংক পিএলসি.’ (ইংরেজিতে- Shimanto Bank PLC.) করা হইলো।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর