thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

গাজায় স্কুলে হামলায়  নিহত অন্তত ৫০

২০২৩ ডিসেম্বর ০৫ ১৪:৪৯:৫১
গাজায় স্কুলে হামলায়  নিহত অন্তত ৫০

দ্য রিপোর্ট ডেস্ক:ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৫০ জন নিহত হয়েছে।আহত হয়েছে আরও অনেকে।

উপত্যকাটির উত্তরাঞ্চলে পৃথক দুটি স্কুলে চালানো হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটে। হামলার শিকার স্কুল দুটিতে বাস্তুচ্যুত লোকেরা আশ্রয় নিয়েছিল। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৪ ডিসেম্বর) গাজা উপত্যকার উত্তরে দারাজ এলাকায় দুটি স্কুলে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান ও আর্টিলারি হামলায় কমপক্ষে ১৫ হাজার ৮৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী বা ১৮ বছরের কম বয়সী শিশু-কিশোর।

এছাড়া আরও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে। তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও ইসরায়েলি হামলায় উপত্যকায় আহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে অনেক আগেই। সূত্র: রয়টার্স

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর