thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি 25, ২০ পৌষ ১৪৩১,  ৩ রজব 1446

ডিএমপির ৩৩ থানার ওসির বদলি হচ্ছেন

২০২৩ ডিসেম্বর ০৬ ০৯:৪১:৩২
ডিএমপির ৩৩ থানার ওসির বদলি হচ্ছেন

দ্য রিপোর্ট প্রতিবেদক:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা মহানগরে ৫০টি থানার মধ্যে যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বর্তমান কর্মস্থলে ৬ মাসের বেশি সময় পার করেছেন, তাদের বদলির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৩ থানার ওসির বদলির তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। তবে তাদের যেন ঢাকাতেই রাখা হয় ডিএমপির পক্ষ থেকে সেই প্রস্তাব করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয় ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার গণমাধ্যমকে বলেন, ঢাকা মহানগরে ৫০টি থানার মধ্যে যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বর্তমান কর্মস্থলে ৬ মাসের বেশি সময় পার করেছেন, তাদের এই বদলির তালিকায় রাখা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন থেকে অনুমোদন পাওয়ার পর ওসিদের বদলির আদেশ জারি করা হবে।

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর