thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

লিজেন্ডস লিগের নতুন চ্যাম্পিয়ন  টাইগার্স 

২০২৩ ডিসেম্বর ১০ ১০:৫৭:৫৩
লিজেন্ডস লিগের নতুন চ্যাম্পিয়ন  টাইগার্স 

দ্যরিপোর্ট প্রতিবেদক:এক সময় পরাজয়ের শঙ্কায় পরেছিল মনিপাল টাইগার্স। তবে শ্রীলংকার দুই তারকা ব্যাটসম্যান থিসেরা পেরেরা ও আসেলা গুনারত্নের ব্যাটিং তাণ্ডবে পরাজয়ের শঙ্কা উড়িয়ে লিজেন্ডস লিগের নতুন চ্যাম্পিয়নের মুকুট পরলো টাইগার্স ফ্র্যাঞ্চাইজি।

আরবানরাইজার্স হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো লিজেন্ডস লিগের শিরোপা জিতল টাইগার্স। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় ওয়াল্ড জায়ান্টস। গত বছর দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয় এশিয়ান লায়ন্স।

শনিবার (৯ ডিসেম্বর) সুরাতে লালাভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে তৃতীয় আসরের ফাইনালে ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়নার নেতৃত্বাধীন আরবানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হরভজন সিংয়ের নেতৃত্বাধীন টাইগার্স।

এদিন টস জিতে আরবান রাইজার্সকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় মনিপাল টাইগার্স। আগে ব্যাট করতে নেমে রিক্কি ক্লার্ক ও গুরকিরাত সিং মানের ব্যাটিং তাণ্ডবে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৭ রান করে আরবান রাইজার্স।

দলের হয়ে ৫২ বলে ৬টি চার আর ৪টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৮০ রান করেন রিক্কি ক্লার্ক। ৩৬ বলে ৮টি চার আর ২টি ছক্কায় ৬৪ রান করেন গুরকিরাত সিং।

টার্গেট তাড়া করতে নেমে ৬ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে মনিপাল টাইগার্স। দলের জয়ে ২৯ বলে ৫টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৫০ রানের অনবদ্য ইনিংস খেলেন আসেলা গুরারত্নে। মাত্র ১৩ বলে তিনটি চার আর এক ছক্কায় ২৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শ্রীলংকান আরেক তারকা অলরাউন্ডার থিসেরা পেরেরা। এছাড়া ২৯ বলে ৪০ রান করেন ভারতীয় সাবেক তারকা ওপেনার রবিন উথাপ্পা।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর