thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি 25, ১৮ পৌষ ১৪৩১,  ২ রজব 1446

১৪ দলীয় জোটের আসন ভাগাভাগি এখনো চূড়ান্ত হয়নি:   ইনু 

২০২৩ ডিসেম্বর ১১ ০৮:১০:২৭
১৪ দলীয় জোটের আসন ভাগাভাগি এখনো চূড়ান্ত হয়নি:   ইনু 

দ্য রিপোর্ট প্রতিবেদক:জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু জানিয়েছেন, ১৪ দলীয় জোটের আসন ভাগাভাগি এখনো চূড়ান্ত হয়নি, এ বিষয়ে আওয়ামী লীগের নেতারা আরও দু-একদিন সময় চেয়েছেন।

রোববার (১০ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের সঙ্গে ১৪ দলীয় জোটের বৈঠক শেষে তিনি এ কথা জানান।

জাসদ সভাপতি বলেন, ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমুর সভাপতিত্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিতিতে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছি

জাসদ সভাপতি আরও বলেন, আসন বণ্টনের বিষয়টি তারা বিবেচনা করছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে আসন বণ্টনের বিষয়টি চূড়ান্ত করা সম্ভব হয়নি। তারা আরও দুই-একদিন সময় চেয়েছেন। দুই-একদিনের মধ্যে চূড়ান্ত করলে জোটের প্রার্থীদের তালিকা দেশবাসীকে জানাতে পারব। রাজনৈতিকভাবে ১৪ দল একসঙ্গে আছে, একসঙ্গে নির্বাচন করবে।

ইনু বলেন, জোটের প্রার্থীদের তালিকাও চূড়ান্ত করতে পারেনি আওয়ামী লীগ। কোন দলের কে প্রার্থী হবেন, কোন আসন থেকে হবেন, সেই তালিকাটা এখনো চূড়ান্ত হয়নি। জোটগত আসনগুলো ছাড়া বাকি আসন উন্মুক্ত থাকবে। প্রতিটি দল তাদের প্রতীকে নির্বাচন করবে।

অপরদিকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, আজকে একটি বিষয় আলোচনা হয়েছে, সেটা হচ্ছে সিট সমঝোতা। তারা (আওয়ামী লীগ) বলেছে আলোচনা করবে। তারা এখনো তালিকা প্রস্তুত করতে পারেনি।

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর