thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সূচকের ঊর্ধ্বমুখিতায় লেনদেন শুরু

২০১৩ নভেম্বর ১৩ ১১:০৬:৫৯
সূচকের ঊর্ধ্বমুখিতায় লেনদেন শুরু

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : হরতালের শেষ দিন বুধববার সূচকের উত্থানে শুরু হয়েছে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন। নির্ধারিত সময়ে ৭০টি ব্রোকার হাউসের অধিক ট্রেডিং সিস্টেমে লগইন করায় সকাল সাড়ে ১০টায় দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়। দিনে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দর বেড়েছে। আর টাকার পরিমাণে দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন স্বাভবিক রয়েছে। লেনেদেন শুরু ২০ মিনিটে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ২২৮ পয়েন্টে। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি টাকা।

এ সময়ে মোট ১২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৮টি, কমেছে ২৪টি আর অপরিবর্তিত রয়েছে ৮টি।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ২৪৫ পয়েন্টে। এ সময়ে মোট ৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ৩টির, আর অপরিবর্তিত রয়েছে ৩টি। এ সময় টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১৭ লাখ টাকা।

(দিরিপোর্ট২৪/এনটি/জেএম/নভেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর