thereport24.com
ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৮ জমাদিউস সানি 1446

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে  গণভবনে  রওশন এরশাদ

২০২৩ ডিসেম্বর ১২ ১৫:১২:৪১
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে  গণভবনে  রওশন এরশাদ

দ্য রিপোর্ট প্রতিবেদক:প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে গিয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে তিনি গণভবনে যান বলে জাপা সূত্র সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, রওশন এরশাদের সঙ্গে রয়েছেন তার ছেলে সাদ এরশাদ, মুখপাত্র কাজী মামুনুর রশীদ ও বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা। দুপুর ১টায় তাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা।

দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন রওশন এরশাদ ও তার অনুসারী নেতারা।

এর আগে গত ১৯ নভেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর