thereport24.com
ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৮ জমাদিউস সানি 1446

ট্রেনে আগুন দেওয়া নির্বাচন বন্ধের ষড়যন্ত্র: ওবায়দুল  কাদের

২০২৩ ডিসেম্বর ১৩ ১৪:৪৮:১৩
ট্রেনে আগুন দেওয়া নির্বাচন বন্ধের ষড়যন্ত্র: ওবায়দুল  কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক:ট্রেনে নাশকতা ও যানবাহনে আগুন দেওয়া নির্বাচন বন্ধের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, নাশকতার মাধ্যমে নির্বাচনকে বানচাল করতে এসব কার্যক্রম করা হচ্ছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধে বিএনপি গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। বিএনপি ও তাদের দোসররা এসব অপকর্ম করছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগ সতর্ক পাহারা আরও জোরদার করছে।

তিনি বলেন, বিএনপি নাশকতা করে যে ভয়ভীতি দেখাচ্ছে সেই ভয় কাটিয়ে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। এই নির্বাচন আমাদের সফল করতে হবে। নির্বাচন শান্তিপূর্ণ এবং ব্যাপক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে আমরা, আমাদের পার্টি এবং সমমনা দলগুলো সবার সঙ্গে আলাপ-আলোচনা করে যাচ্ছি। এই নির্বাচনকে যাতে অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য করা যায়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর