thereport24.com
ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৮ জমাদিউস সানি 1446

ইনু বললেন, আমরা সন্তুষ্ট না

২০২৩ ডিসেম্বর ১৫ ১০:৩০:১৯
ইনু বললেন, আমরা সন্তুষ্ট না

দ্য রিপোর্ট প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের শরিক দলগুলোর জন্য সাতটি আসন ছাড়ের সিদ্ধান্তের কথা জানিয়েছে আওয়ামী লীগ। তবে এ সিদ্ধান্তকে প্রাথমিক প্রস্তাব বলছেন শরিকের অন্যতম নেতা হাসানুল হক ইনু। তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা এতে সন্তুষ্ট না।’

জানা গেছে, জোটের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টিকে তিনটি করে আসন দেওয়া হচ্ছে। আর জাতীয় পার্টিকে (জেপি) একটি আসন দেওয়া হবে। এসব আসনে জোটের প্রার্থীরা নৌকা প্রতীকে ভোট করবেন।

এদিকে বাংলাদেশ তরীকত ফেডারেশনের একটি আসন এখনও নিষ্পত্তি হয়নি বলে জানা গেছে। সূত্র জানিয়েছে, বরিশাল-৩, রাজশাহী-২ ও সাতক্ষীরা-১ আসনে ওয়ার্কার্স পার্টি নৌকা প্রতীকে নির্বাচন করবে। জাসদকে দেওয়া হচ্ছে কুষ্টিয়া-২, বগুড়া-৪ ও লক্ষ্মীপুর-৪ আসন। পিরোজপুর-২ আসনটি দেওয়া হচ্ছে জাতীয় পার্টিকে (জেপি)।

এ বিষয়ে জাসদের সভাপতি হাসানুল হক ইনু গণমাধ্যমকে বলেন, এটা আমু (আমির হোসেন আমু) ভাইয়ের প্রাথমিক প্রস্তাব। আমরা এই প্রস্তাব মানি না। আমরা সন্তুষ্ট না।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর