thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

অপহৃত তিন ইউপিডিএফ সদস্য উদ্ধার 

২০২৩ ডিসেম্বর ১৫ ১০:৩৬:২১
অপহৃত তিন ইউপিডিএফ সদস্য উদ্ধার 

দ্য রিপোর্ট প্রতিবেদক: খাগড়াছড়ি জেলার পানছড়ি থেকে অপহৃত তিন ইউপিডিএফ সদস্যকে উদ্ধার করেছেন সেনা সদস্যরা।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে তাদের উদ্বার করে পানছড়ি থানায় নিয়ে আসা হয়।

স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে উদ্বার সদস্যদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আজম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা নাগাদ উদ্ধার তিনজনকে থানায় নিয়ে আসা হয়।

গেল সোমবার রাতে জেলার পানছড়ি উপজেলার পুজগাংয়ের দুর্গম অনিলপাড়ায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে ইউডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমাসহ চারজনকে হত্যা করে এবং তিন ইউপিডিএফ সদস্যকে অপহরণ করে নিয়ে যায়। এর পর থেকে তারা নিখোঁজ ছিলেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর