thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিজয় দিবসে  জাতীয় স্মৃতিসৌধে  রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 

২০২৩ ডিসেম্বর ১৬ ১২:০৮:৫৩
বিজয় দিবসে  জাতীয় স্মৃতিসৌধে  রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 

দ্য রিপোর্ট প্রতিবেদক:একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে ভোর ৬টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা।

শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়।

বিউগলে বেজে ওঠে করুণ সুর।

পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে সই করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি স্মৃতিসৌধ থেকে ঢাকার উদ্দেশে রওনা হলেও পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের নেতাদের সঙ্গে আরও একবার জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী।

পরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক পুস্পস্তবক অর্পণ করেন।

এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় স্মৃতি সৌধ উন্মুক্ত করে দেওয়া হয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর