thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

শরণার্থী শিবিরে  ইসরায়েলের  বিমান হামলায় নিহত ৯০

২০২৩ ডিসেম্বর ১৮ ১০:১৪:৫৪
শরণার্থী শিবিরে  ইসরায়েলের  বিমান হামলায় নিহত ৯০

দ্য রিপোর্ট ডেস্ক:যুদ্ধবিরতি ও জিম্মিদেরে ফিরিয়ে আনার চুক্তি করতে আন্তর্জাতিক চাপের মধ্যেও অবরুদ্ধ গাজায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল।

রোববার (১৭ ডিসেম্বর) গাজা উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা।

এতে অন্তত ৯০ ফিলিস্তিনি নিহত ও ১০০ জন আহত হয়েছেন বলে খবর। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যমআলজাজিরা

প্রতিবেদনে বলা হয়েছে, ছিটমহলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববারের হামলা জাবালিয়া শহরের আল-বারশ এবং আলওয়ান পরিবারের একটি আবাসিক ব্লকে আঘাত হানে। এতে ৯০ ফিলিস্তিনি নিহত ও শতাধিক আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। ওয়াফা তার প্রতিবেদনে জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কয়েক ডজন এখনও নিখোঁজ রয়েছেন। বোমা বর্ষণে শিবিরের কয়েকটি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়। এসব ধ্বংসস্তূপের নিচে আরও মৃতদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা আহতদের সন্ধান করছিলেন এবং উদ্ধার হওয়া শিশুসহ আহতদের মধ্যে অনেককে কাছাকাছি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর