thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

রেলপথে নাশকতায় জড়িত সন্দেহে আটক  ৯ 

২০২৩ ডিসেম্বর ২২ ১২:২১:২৪
রেলপথে নাশকতায় জড়িত সন্দেহে আটক  ৯ 

দ্য রিপোর্ট প্রতিবেদক:

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনাসহ রেলপথে নাশকতায় জড়িত সন্দেহে ৯ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সহায়তায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব-১ এর একটি দল।বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ৯ জনের নাম পরিচয় জানানো হয়নি।

অভিযান শেষে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ জানান, মঙ্গলবার ভোরে ট্রেনে আগুনের ঘটনার পর রেলস্টেশন কেন্দ্রীক চিহ্নিত অপরাধীদের তালিকা ধরে সন্দেহভাজনদের আটকে অভিযানে নামে র‌্যাব। এরই ধারাবাহিকতায় ৯ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা কেউ সরাসরি নাশকতার সঙ্গে জড়িত কিনা জানতে চাইলে তিনি বলেন, তাদের অনেকের নামে মামলা আছে। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করেছি। তারা সন্দেহভাজন নাশকতাকারী। ব্যাপক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হতে পারব। তারা বিভিন্ন ধরনের নাশকতার সঙ্গে জড়িত ছিল সে হিসেবে তাদের নামে মামলা আছে। বিশেষ করে রেলওয়েকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধ করে তারা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর