thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মঙ্গলবার রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২০২৩ ডিসেম্বর ২৫ ১৪:১৬:১৩
মঙ্গলবার রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দ্য রিপোর্ট প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অংশ নিতে মঙ্গলবার রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলায় দুটি নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি। সফর ঘিরে এরই মধ্যে সেজেছে রংপুর শহর। নেতা-কর্মীরা বলছেন, প্রধানমন্ত্রীর আগমনে ভোটারদের উৎসাহ উদ্দীপনা আরও বাড়বে।

এদিকে পাঁচ বছর পর শেখ হাসিনার রংপুর সফর ঘিরে নতুন সাজে সাজানো হয়েছে পীরগঞ্জের ফতেহপুর জয় সদন। শ্বশুরবাড়িতে শেখ হাসিনাকে অ্যাপায়ন করা হবে ২০ পদের খাবার দিয়ে। সফরকে ঘিরে উচ্ছ্বসিত ভোটার ও সাধারণ মানুষ।

রংপুরের তারাগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী আহসানুল হক চৌধুরীর পথসভায় যোগ দেবেন শেখ হাসিনা। সেখান থেকে বিকেলে পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর-৬ আসনে নৌকার প্রার্থী শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন। এ দুটি সভায় ১০ লাখের বেশি লোকের সমাগম হবে বলে আশা জেলা আওয়ামী লীগের নেতাদের।

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম শামীম বলেন, শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিণত হবে। সে লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর