thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

সরফরাজ আউট, রিজওয়ান ইন

২০২৩ ডিসেম্বর ২৫ ১৪:৩৫:০১
সরফরাজ আউট, রিজওয়ান ইন

দ্য রিপোর্ট ডেস্ক:পার্থ টেস্টে সময়টা ভালো কাটেনি সরফরাজ আহমেদের। বিশেষ করে মিচেল স্টার্কের গতির কাছে ভুগতে দেখা যায় তাকে।

দুই ইনিংস মিলিয়ে উপহার দিয়েছেন কেবল ৭ রান। তাছাড়া উইকেটকিপিংয়েও তার ভুল ছিল চোখের পড়ার মতো। তাই কাল থেকে মেলবোর্নে শুরু হতে যাওয়া বক্সিং ডে টেস্টে সরফরাজের পরিবর্তে মোহাম্মদ রিজওয়ানকে দলে নিয়েছে পাকিস্তান।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য আজ ১২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে সফরকারীরা। ম্যাচের দিন সকালে একজন কমিয়ে ঠিক করা হবে একাদশ। পার্থ টেস্টের একাদশ থেকে তিন পরিবর্তন এনেছে পাকিস্তানের। সরফরাজ ছাড়াও বাদ পড়েছেন অলরাউন্ডার ফাহিম আশরাফ। ব্যাটে-বলে সেই ম্যাচে কিছুই দিতে পারেননি তিনি। চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন খুররাম শেহজাদ। তাদের পরিবর্তে ১২ জনের স্কোয়াডে রাখা হয়েছে মির হামজা, হাসান আলী ও সাজিদ খানকে।

পার্থে কোনো স্পিনার খেলায়নি পাকিস্তান। তবে মেলবোর্নে সেই সম্ভাবনা একদমই কম। তাই সব ঠিক থাকলে একাদশে দেখা যাবে সাজিদ খানকে। সরফরাজকে বাদ দেওয়া প্রসঙ্গে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ বলেন, 'আমাদের মনে হয়েছে রিজওয়ান খেলার জন্য তৈরি আছে এবং সরফরাজকে আমরা খানিকটা বিরতি দিতে পারি, যেন নিজেকে গুছিয়ে নিয়ে আবার ফিরতে পারে। মূলত কন্ডিশনের কথা ভেবেই এটা ট্যাকটিক্যাল সিদ্ধান্ত এবং এই কন্ডিশনে প্রতিটি ক্রিকেটারের কাছ থেকে সেরাটা বের করে আনার ব্যাপার। '

২০১৯ সালে অস্ট্রেলিয়া সফরে রানের মধ্যেই ছিলেন রিজওয়ান। ব্রিজবেনে করেছিলেন ৩৭ ও ৯৫, সিডনিতে প্রথম ইনিংসে শূন্যতে ফিরলেও পরের ইনিংসে ৪৫। এরপর টেস্ট দলের নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি। কিন্তু গত বছর ডিসেম্বরে নিউজিল্যান্ড সিরিজে সরফরাজের কাছে একাদশে জায়গা হারান এই উইকেটরক্ষক। এক বছর পর আবারও ফিরতে যাচ্ছেন টেস্ট একাদশে। যদিও এর মাঝে সরফরাজের কনকাশন সাব হয়ে একটি টেস্ট খেলেছেন তিনি।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর