thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

শুরুতেই নেই কিউদের তিন উইকেট

২০২৩ ডিসেম্বর ২৭ ১২:৫০:৪৯
শুরুতেই নেই কিউদের তিন উইকেট

দ্য রিপোর্ট ডেস্ক:নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষটিতে জয় পেয়েছে বাংলাদেশ। ২০২২ সালে কিউইদের বিপক্ষে তাদেরই ঘরের মাটিতে টেস্ট জয়ের পর এবার রঙিন পোশাকেও জয়ের দেখা পেয়েছে টাইগাররা। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার টি-টোয়েন্টিতে ব্ল্যাকক্যাপসদের মুখোমুখি লাল-সবুজের দল। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ মাঠে নেমেছে দুই দল। নেপিয়ারের ম্যাকলিন পার্কে স্বাগতিকদের বিপক্ষে এ ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলেই কিউই ওপেনারকে সাজঘরে ফিরিয়েছেন স্পিনার শেখ মেহেদী।

এরপর ইনিংসের দ্বিতীয় ওভারেই আরেক কিউই ওপেনার ফিন অ্যালেনকেও সাজঘরে ফিরিয়েছেন পেসার শরিফুল ইসলাম। অ্যালেনকে ফেরানোর পরের বলেই লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে গ্লেন ফিলিপ্সকেও প্যাভিলিয়নের পথ দেখান এই টাইগার পেসার।

কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বোলিংয়ে নেমে আজ শুরুটা দুর্দান্ত হয়েছে টাইগারদের। ইনিংসের প্রথম ওভারেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। প্রথম ওভারের তৃতীয় বলেই মেহেদীর বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন ওপেনার টিম সেইফার্ট।

এরপরের ওভারেই আরও বিপাকে পড়ে কিউইরা। শরিফুলের করা ওভারের দ্বিতীয় বলেই স্লিপে সৌম্য সরকারের হাতে ক্যাচে পরিণত হন আরেক কিউই ওপেনার ফিন অ্যালেন। আর পরের বলেই ফিলিপ্সকেও লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই টাইগার পেসার। ফলে প্রথম দুই ওভারে স্কোরবোর্ডে ১ রান ওঠতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭ রান।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর