thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

গরুর হাটের মতো প্রার্থী কেনাবেচা হচ্ছে:  ড. মঈন খান

২০২৩ ডিসেম্বর ২৮ ০০:২২:২৯
গরুর হাটের মতো প্রার্থী কেনাবেচা হচ্ছে:  ড. মঈন খান

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, নির্বাচনের নামে গরুর হাটের মতো প্রার্থী কেনাবেচা হচ্ছে। বিশ্বের কোথাও এভাবে আসন কেনাবেচা ও ভাগাভাগি হতে দেখেনি।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণতন্ত্র পুনরুদ্ধার, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট।

মঈন খান আরও বলেন, নির্বাচন কমিশন যাত্রাপার্টির ভূমিকা পালন করছে। নির্বাচনের নামে যাত্রাপালার আয়োজন করছে সরকার। এভাবে ক্ষমতা চিরস্থায়ী করা যাবে না।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ১০ শতাংশ ভোট পাবে না বলে মন্তব্য করে মঈন খান বলেন, সরকার আজকে নির্বাচনের নৈতিকতা খেলায় পরাজিত হয়েছে। এজন্য নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায়। সরকার হুমকি-ধামকি দিয়ে সাহস সঞ্চার করতে চাইছে, কিন্তু তারা ভেতরে ভেতরে ভয়ে আছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর