thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

অতি ঘনকুয়াশার কারণে দিল্লিজুড়ে রেড অ্যালার্ট   

২০২৩ ডিসেম্বর ২৮ ০১:০০:০১
অতি ঘনকুয়াশার কারণে দিল্লিজুড়ে রেড অ্যালার্ট 
 

দ্য রিপোর্ট ডেস্ক:অতি ঘনকুয়াশায় ঢাকা পড়েছে ভারতের উত্তরাঞ্চল। ভারতের আবহাওয়া দপ্তর ‘অতি ঘনকুয়াশার’ কারণে বুধবার দিল্লিজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে।

দৃশ্যমানতা মাত্র ৫০ মিটারের মধ্যে নেমে এসেছে। এতে উড়োজাহাজ, ট্রেন ও যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।

ভারতের উত্তরাঞ্চলীয় রেলওয়ে জানিয়েছে, শৈত্যপ্রবাহের কবলে পড়া দিল্লি অভিমুখী প্রায় ২৫টি ট্রেনের যাত্রা বিলম্বিত হয়েছে।

এমন পরিস্থিতিতেদিল্লি বিমানবন্দরে ১১০টিরও বেশি উড়োজাহাজের ফ্লাইট বিঘ্নিত হয়েছে।

উত্তর প্রদেশের রাস্তাঘাটঘনকুয়াশায় ঢাকা পড়ে থাকায় কয়েকটি দুর্ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়েতে বেশ কয়েকটি গাড়ির সংঘর্ষে একজন নিহত ও আরও ১২ জন আহত হয়েছেন। রাজ্যের বেরেলি এলাকায় বেরেলি-সুলতানপুর মহাসড়ক ধরে দ্রুতগতিতে চলমান একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক বাড়ি ভেঙে ঢুকে পড়েছে।

পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশে ‘ঘন থেকে অতি ঘনকুয়াশা পরিস্থিতি’ বিরাজ করতে পারে বলে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পালাম মানমন্দির দৃশ্যমানতার মাত্রা ১২৫ মিটার বলে নির্ধারণ করেছে, কিন্তু সফদরজাং মানমন্দির দৃশ্যমানতা মাত্র ৫০ মিটার বলে উল্লেখ করেছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর