thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চকরিয়ায় বাস- পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ 

২০২৩ ডিসেম্বর ২৮ ১৩:১৬:০৬
চকরিয়ায় বাস- পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ 

দ্য রিপোর্ট প্রতিবেদক:জেলারচকরিয়ায় বাসের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার উত্তর হারবাং কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চকরিয়া চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উত্তর হারবাং এলাকার মোস্তাক আহমদের ছেলে রিদুয়ান, পূর্ব সামাজিকপাড়ার রশিদ আহমদের ছেলে বক্কর, একই এলাকার মোজাফ্ফরের ছেলে মহিউদ্দিন ও বাদশার ছেলে জয়নাল।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বাংলানিউজকে বলেন, গাজীপুর থেকে ছেড়ে আসা একটি পিকনিকের বাসের সঙ্গে কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রাম অভিমুখী একটি পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানটি উল্টে গিয়ে চার শ্রমিক নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর