thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

বিএনপি দেশকে দেউলিয়া বানিয়েছিল:  কাদের

২০২৩ ডিসেম্বর ২৮ ১৭:৫৯:৪৩
বিএনপি দেশকে দেউলিয়া বানিয়েছিল:  কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপি দেশকে দেউলিয়া বানিয়েছিল, আমরা (আওয়ামী লীগ) উন্নয়নের পথে নিয়ে গেছি বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ বলছে তারা উন্নয়নের সরকার, বিএনপি বলছে, সরকার দেশকে দেউলিয়ার পথে নিয়ে গেছে- এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, তারা দেউলিয়া বানিয়েছিল, সেই দেশকে আমরা উন্নয়নের পথে নিয়ে গেছি।

আপনি (ওবায়দুল কাদের) সব সময় বলেন, বিএনপি ভুয়া, টিআইবি ভুয়া, নাগরিক কমিটি ভুয়া। আমেরিকার ভিসানীতি ভুয়া নীতি কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও সময় আছে। তারা যা বলেছে, কথার সঙ্গে কাজের মিল আছে কিনা- এটা দেখার সময় আছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর