thereport24.com
ঢাকা, রবিবার, ৯ মার্চ 25, ২৫ ফাল্গুন ১৪৩১,  ৯ রমজান 1446

৩১ ডিসেম্বর পূর্ণতা পাবে  মেট্রোরেল

২০২৩ ডিসেম্বর ২৮ ১৮:০৭:৫৮
৩১ ডিসেম্বর পূর্ণতা পাবে  মেট্রোরেল

দ্য রিপোর্ট প্রতিবেদক:

আগামী রোববার (৩১ ডিসেম্বর) চালু হবে মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ানবাজার স্টেশন। এর মধ্যদিয়ে দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত স্থাপিত ১৬টি স্টেশনই চালু হবে। এর আগে ১৩ ডিসেম্বর সর্বশেষ ১৩ ও ১৪তম (ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি) স্টেশন চালু করা হয়।

মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) তথ্য বলছে, এখন প্রতিদিন মেট্রোরেলে ভ্রমণ করছেন ১ লাখ ৩০ থেকে ১ লাখ ৫৬ হাজার পর্যন্ত যাত্রী।

বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনে ডিএমটিসিএল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক।

আগামী ৩১ ডিসেম্বর পূর্ণতা পাবে ঢাকা মেট্রোরেল। এদিন থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের সবগুলো স্টেশনে ট্রেন থামবে। তবে এখনই সময়সূচির কোনো পরিবর্তন আসবে না।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর