thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

কানায় কানায় পূর্ণ  প্রধানমন্ত্রীর  জনসভা কেন্দ্র 

২০২৩ ডিসেম্বর ৩০ ১৩:১৬:৫১
কানায় কানায় পূর্ণ  প্রধানমন্ত্রীর  জনসভা কেন্দ্র 

দ্য রিপোর্ট প্রতিবেদক: গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনি জনসভা কেন্দ্র করে উপজেলা সদর মিছিলের জনপদে পরিণত হয়েছে। মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠেছে অলিগলি-রাজপথ।

শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকঢোল বাজিয়ে বাদ্যের তালে তালে পায়ে হেঁটে নেতাকর্মীরা কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারী কলেজ মাঠে জনসভাস্থলে সমবেত হচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসভাস্থল পরিণত হয়ে উঠে জনসমুদ্রে।

শনিবার দুপুরে নিজ নির্বাচনি এলাকা কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভায় সভাপতিত্ব করবেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস।

কোটালীপাড়ার জনসভা শেষে প্রধানমন্ত্রীর মাদারীপুরের কালকিনির উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

কোটালীপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, প্রধানমন্ত্রীর এবারের নির্বাচনি জনসভা হবে স্মরণকালের শ্রেষ্ঠ জনসভা। বেলা ১১টার মধ্যে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। নির্বাচনি আচরণবিধি মেনে এই জনসভার আয়োজন করা হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর