thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

নতুন বছরে পুঁজিবাজারে লেনদেন শুরু

২০২৪ জানুয়ারি ০১ ১২:৫৬:১৩
নতুন বছরে পুঁজিবাজারে লেনদেন শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক:করোনা মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, পশ্চিমা নিষেধাজ্ঞা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে গত কয়েক বছর ধরে টালমাটাল বিশ্বের অর্থনীতি। এর উত্তাপ থেকে রেহাই পায়নি বাংলাদেশও। যার নেতিবাচক প্রভাব পড়ে দেশের পুঁজিবাজারসহ সার্বিক অর্থনীতিতে। ফলে ২০২৩ সালে ঘুরে দাঁড়াতে পারেনি দেশের পুঁজিবাজার। তাই নতুন বছর অর্থাৎ ২০২৪ সালে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে এবং গতিশীলতা বজায় রাখবে এমন প্রত্যাশা করছেন বিনিয়োগকারীরা।

এ প্রত্যাশায় সোমবার (১ জানুয়ারি) সকাল ১০টায় উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ পুঁজিবাজার বিনিনয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক বলেন, বিনিয়োগকারীদের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। ২০২৩ সালের বেশির ভাগ সময়ই পুঁজিবাজার হতাশার মধ্যে কেটেছে। বাজার নিন্মমূখী, কোম্পানিগুলোর অনিয়ম ও দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত লভ্যাংশ না পাওয়ায় বিনিয়োগকারীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন বছরে আমরা দুর্নীতিমুক্ত স্মার্ট পুঁজিবাজার প্রত্যাশা করি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাজারের উন্নয়নের জন্য বিগত বছরে নিরলসভাবে কাজ করে যে সব সিদ্ধান্ত গ্রহণ করেছে সেগুলোর সুফল নতুন বছরে আমরা পাবো বলে প্রত্যাশা করছি।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর