thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

নির্বাচনে কোনো ভাগাভাগি হয়নি, এটা অপপ্রচার: জি এম  কাদের

২০২৪ জানুয়ারি ০১ ১৫:৩০:৩০
নির্বাচনে কোনো ভাগাভাগি হয়নি, এটা অপপ্রচার: জি এম  কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে জাতীয় পার্টির কোনো প্রার্থী যদি ভোটের মাঠ থেকে সরে যায় সেটা ওই প্রার্থীর ব্যর্থতা বলে জানিয়েছেন জিএম কাদের।

আজ সোমবার বেলা ১২টার দিকে রংপুরের আদালত পাড়ায় প্রচারের সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তর তিনি মন্তব্য করেন।

কাদের বলেন, সব নির্বাচনে দলীয় প্রার্থী শেষ পর্যন্ত থাকে না। প্রার্থীরা চাইলে সরে যেতে পারেন। তাদের সে স্বাধীনতা দেওয়া হয়েছে।

বিএনপি এই নির্বাচনকে ভাগাভাগির ভোট বলছে- এ বিষয়ে কাদের বলেন, নির্বাচনে কোনো ভাগাভাগি হয়নি, এটা অপপ্রচার। কিছু কিছু আসনে আওয়ামী লীগ প্রার্থী প্রত্যাহার করেছে।

তবে শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে থাকবে কি না তা বলার সময় এখনও আসেনি বলে জানান জিএম কাদের।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর