thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

বিএনপি ভয়ঙ্কর চোরাগোপ্তা হামলা করতে পারে:  কাদের

২০২৪ জানুয়ারি ০২ ১৬:৪০:০৮
বিএনপি ভয়ঙ্কর চোরাগোপ্তা হামলা করতে পারে:  কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক: ভোট বর্জনে বিএনপির লিফলেট বিলি কর্মসূচিকে রহস্যময় উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আমাদের কাছে তথ্য আছে লিফলেট বিলির আড়ালে বিএনপি ভয়ঙ্কর চোরাগোপ্তা হামলা করতে পারে। কিন্তু যতো বাধা আসুক, সন্ত্রাস করুক, লিফলেট বিলি করে জনগণকে বিরত করার চেষ্টা করুক; তারা এ নির্বাচন বন্ধ করতে পারবেনা।

মঙ্গলবার সকালে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এসময় ওবায়দুল কাদের বলেন, সাত জানুয়ারি নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে, মর্যাদা উন্নীত হবে। ভোটকে সামনে রেখে জনগণ স্বতঃস্ফূর্তভাবে প্রচারে অংশগ্রহণ করেছে। নির্বাচন অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।

তিনি বলেন, যে কোনো মূল্যে নির্বাচন কর্মকাণ্ড শেষ করতে, কমিশনকে স্বাধীন ভূমিকা পালনে সহযোগিতা করতে যা কিছু প্রয়োজন তা করতে আওয়ামী লীগ বদ্ধপরিকর।

বিএনপির অপতৎপরতা ঠেকাতে এবার আওয়ামী লীগ আগের চেয়ে বেশি প্রস্তুত জানিয়ে তিনি বলেন, নির্বাচন যাতে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয় সে ব্যাপারে যথেষ্ট প্রস্তুত আওয়ামী লীগ।

এসময় জাতীয় পার্টি প্রসঙ্গে তিনি বলেন, জাপার সঙ্গে আওয়ামী লীগের কোনো টানাপোড়ন নেই। তাদের সঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতা হয়েছে। জাপার দুই একজন প্রার্থী অংশ না নিলেও দলগতভাবে জাপা নির্বাচন থেকে সরে যাবে না।

তিনি বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে। বিএনপি ও তাদের দোসররা একতরফাভাবে বিরোধীতা করছে।

ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ডক্টর ইউনুস আইনের ঊর্ধ্বে নন। আওয়ামী লীগ তাকে সাজা দেয় নি, তাহলে সরকার কেন সমালোচনার মুখে পড়বে?

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর