thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

পুঁজিবাজারে তারল্য বাড়াতে গভর্নর ও বিএসইসি চেয়ারম্যানের বৈঠক

২০২৪ জানুয়ারি ০৩ ১২:৪৯:৫০
পুঁজিবাজারে তারল্য বাড়াতে গভর্নর ও বিএসইসি চেয়ারম্যানের বৈঠক

দ্য রিপোর্ট প্রতিবেদক:নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেছেনবাংলাদেশ ব্যাংকের গভর্নর‎আব্দুর রউফ তালুকদার ওবাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াতুল ইসলাম। আজ বাংলাদেশ ব্যাংকে দুটি নিয়ন্ত্রক সংস্থার প্রধানরা নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন।

বৈঠকে পুঁজিবাজার ও দেশের অর্থনীতির সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। এসময়ে তারা নির্বাচন পরবর্তী আর্থিক খাতের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করেন।

বৈঠক পুঁজিবাজারে তারল্য বাড়াতে ব্যাংকগুলো কিভাবে অবদান রাখতে পারে সেই বিষয়ে গভর্নর এর সহযোগিতা চান বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াতুল ইসলাম।

বৈঠকের বিষয়ে বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বাণিজ্য প্রতিদিনকে বলেন, আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএসইসি চেয়ারম্যান এর মধ্যে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় হয়েছে। বৈঠকে দেশের অর্থনীতি ও পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এ সময়ে পুঁজিবাজারে তারল্য বাড়াবে ব্যাংকগুলোকে আইনের মধ্যে থেকে আরও সক্রিয় হওয়ার জন্য গভর্নর এর কাছে আহ্বান করেন।

তিনি বলেন, যাতে করে নির্বাচন পরবর্তীতে পুঁজিবাজার কোন ধরণের তারল্য সংকটে না পরে। পুঁজিবাজারের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক এর গভর্নর পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর