thereport24.com
ঢাকা, শনিবার, ১৫ জুন ২০২৪, ১ আষাঢ় ১৪৩১,  ৮ জিলহজ ১৪৪৫

টানা তিনদিন বন্ধ থাকবে পুঁজিবাজার

২০২৪ জানুয়ারি ০৩ ১২:৫৬:৪০
টানা তিনদিন বন্ধ থাকবে পুঁজিবাজার

দ্য রিপোর্ট প্রতিবেদক:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। ওই দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে আগামী রোববার দেশের উভয় পুঁজিবাজার, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সহ সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডার প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বুধবার (২ জানুয়ারি) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ব্যাংক হলিডে উপলক্ষে গত শুক্রবার থেকে রোববার দেশের উভয় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ ছিল। আগামী সপ্তাহেও টানা ৩ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার। আগামী শুক্রবার (৫ জানুয়ারি) ও শনিবার (৬ জানুয়ারি) স্বাভাবিক নিয়মে পুঁজিবাজার বন্ধ থাকবে। আর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ৭ জানুয়ারি (রোববার) সরকারি ছুটি থাকবে। ফলে ওই দিনও পুঁজিবাজার বন্ধ থাকবে।

আগামী সোমবার (৮ জানুয়ারি) থেকে স্বাভাবিক নিয়মে উভয় পুঁজিবাজারে লেনদেন চালু হবে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর