thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

নির্বাচন বর্জনে যেসব কর্মসূচি দিয়েছে বিএনপি ও  শরিক দল

২০২৪ জানুয়ারি ০৫ ১৩:০৮:৫৩
নির্বাচন বর্জনে যেসব কর্মসূচি দিয়েছে বিএনপি ও  শরিক দল

দ্য রিপোর্ট প্রতিবেদক:অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে চলমান শান্তিপূর্ণ আন্দোলনসহ নানা কর্মসূচি দিয়েছে বিএনপিসহ যুগপৎ আন্দোলনের শরিক দল।

এ নিয়ে শুক্রবার বেলা ১১টায় বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. আবদুল মঈন খান তার গুলশানের বাসভবনে এক সংবাদ সম্মেলন করবেন।

বেলা ১১টায় তোপখানা রোড মেহরাব প্লাজার সামনে থেকে গণসংযোগ ও অন্যান্য কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ।

১২-দলীয় জোট বেলা ১১টা ১৫ মিনিটে তোপখানা রোড বিএমএ ভবনের সামনে থেকে গণসংযোগ ও অন্যান্য কর্মসূচি পালন করবে।

এ ছাড়া জাতীয়তাবাদী সমমনা জোট সকাল ১০টা ৩০ মিনিট পল্টন মোড় থেকে, এলডিপি বেলা ১১টায় বিজয় নগর নাইটিংগেল মোড় থেকে গণসংযোগ করবে। বেলা ৩টা এলডিপি অফিস থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বক্তব্য রাখবেন এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।

এ ছাড়া গণঅধিকার পরিষদের নুরুল হক নুর বেলা সাড়ে ৩টায় বিজয় নগর পানির ট্যাংকের সামনে, গণফোরাম ও পিপলস পার্টি সকাল সাড়ে ১০টায় বিজয় নগর পানির ট্যাংকের সামনে, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বেলা ১১টায় পুরানা পল্টন মোড় থেকে এবং বাংলাদেশ ইয়ুথ ফোরাম সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গণমিছিল করবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর