thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

ব্যাগি গ্রিন টুপি খুঁজে পেলেন ডেভিড ওয়ার্নার

২০২৪ জানুয়ারি ০৫ ১৩:১৮:২৮
ব্যাগি গ্রিন টুপি খুঁজে পেলেন ডেভিড ওয়ার্নার

দ্য রিপোর্ট ডেস্ক:হারিয়ে যাওয়া ব্যাগি গ্রিন টুপি খুঁজে পেলেন ডেভিড ওয়ার্নার। নিজের বিদায়ী টেস্ট খেলতে নামার আগে মেলবোর্ন থেকে সিডনি যাওয়ার পথে ব্যাকপ্যাক হারিয়ে ফেলেন তিনি।

যেখানে আসলটিসহ ওয়ার্নারের দুটি ব্যাগি গ্রিন। চারদিন পর সেই ব্যাগি গ্রিন দেখা যায় সিডনির টিম হোটেলেই। কিন্তু কীভাবে তা এখানে এলো তা এখনো রহস্যই বটে।

ব্যাগি গ্রিন হাতে পেয়ে আজ সকালে এক ভিডিওতে ওয়ার্নার বলেন, ‘আমি আপনাদের জানাতে পেরে খুশি ও স্বস্তি বোধ করছি যে আমার ব্যাগি গ্রিনগুলো ফিরে পেয়েছি। যেটি দারুণ সংবাদ। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আমি অনেক কৃতজ্ঞ। কানটাস (এয়ারলাইনস), পরিবহন কোম্পানি, আমাদের হোটেল ও টিম ম্যানেজমেন্ট। সবাইকে ধন্যবাদ। যেকোনো ক্রিকেটারই জানে তাদের কাছে ক্যাপ কতটা বিশেষ কিছু। আমি এটি বাকি জীবনে মনে রাখব। ’

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেন, ‘ডেভিডের ক্যাপ খুঁজে পাওয়াটা অনেক বড় স্বস্তির। এই খোঁজে সংশ্লিষ্ট সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আসলেই এর প্রশংসা করছি। ’

ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র বলেন, ‘যে ব্যাগে এগুলো ছিল, সেটি টিম হোটেলে পাওয়া গেছে ভেতরের সব জিনিসসহ। গত মঙ্গলবার থেকে বেশ কয়েকটি পক্ষের প্রচেষ্টা, একাধিক জায়গার সিসিটিভি ফুটেজ খোঁজার পরও খোয়া যাওয়া ব্যাগ কোথা থেকে কোথায় গেছে, সেটি অজানা। ’

পুরোনো ক্যাপ হারিয়ে যাওয়ায় বিদায়ী টেস্টে নতুন ব্যাগি গ্রিন নিয়ে খেলতে নামেন ওয়ার্নার। তবে সিডনি টেস্ট এখনো শেষ হয়ে যায়নি। তৃতীয় দিনের খেলায় চা-বিরতি পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ২৮৯ রান করেছে অস্ট্রেলিয়া। পাকিস্তান থেকে পিছিয়ে আছে ২৪ রানে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর