thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনা খতিয়ে দেখার নির্দেশ  প্রধানমন্ত্রীর 

২০২৪ জানুয়ারি ০৬ ০৯:৩২:১১
বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনা খতিয়ে দেখার নির্দেশ  প্রধানমন্ত্রীর 

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজধানীর গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুনের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন। আগুনের ঘটনা নাশকতা কি না তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে এই নির্দেশনা দেন।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের চারটি বগিতে আগুনের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন। এ ঘটনা নাশকতা কি না তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়াও প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত করেছেন এবং আহতদের চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ এলাকায় ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের ৫টি বগিতে আগুন আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে খিলগাঁও ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এক শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর