thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

অগ্নিসন্ত্রাসীদের  সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে:  আইনমন্ত্রী 

২০২৪ জানুয়ারি ০৬ ০৯:৩৪:২৬
অগ্নিসন্ত্রাসীদের  সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে:  আইনমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এই অগ্নিসহিংসতা যারা করেছে তাদের অবশ্যই আইনের আওতায় এনে সঠিক বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

আইনমন্ত্রী এক বিবৃতিতে বলেন, এই অগ্নিসন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে বেনাপোল থেকে ঢাকাগামী ট্রেনটি কমলাপুরের কাছে গোপীবাগে পৌঁছালে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

এ মর্মান্তিক ঘটনায় আইনমন্ত্রী এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং হতাহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর