thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

১০ জেলায় ১৬ ভোট কেন্দ্রে আগুন

২০২৪ জানুয়ারি ০৬ ১৫:২৩:৪১
১০ জেলায় ১৬ ভোট কেন্দ্রে আগুন

দ্য রিপোর্ট প্রতিবেদক:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একদিন আগে দেশের বিভিন্ন প্রান্তে ভোটকেন্দ্রে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) মধ্যরাত থেকে শনিবার (৬ জানুয়ারি) সকাল পর্যন্ত এইসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে জানা যায়। এর মধ্যে রাজশাহী ৪টি, গাজীপুরে ২টি, মৌলভীবাজারে ২টি, খুলনায় ২টি ও শরীয়পুর, ময়মনসিংহ ফেনী, হবিগঞ্জ, শেরপুর এবং টাঙ্গাইলে ১টি করে ভোটকেন্দ্র রয়েছে।

গাজীপুর প্রতিনিধি জানান, শুক্রবার (৫ জানুয়ারি) মধ্যরাতে গাজীপুরে ভোটকেন্দ্রসহ ২ স্কুলে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। জানা গেছে, গাজীপুর মহানগরের ওয়্যারলেস গেইট এলাকায় টিঅ্যান্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয় এবং পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র।

এলাকাবাসীরা জানান, রাত সোয়া ১টার দিকে দুর্বৃত্তরা গাজীপুর মহানগরের পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস কক্ষের একটি জানালা দিয়ে ভেতরে থাকা আলমারীতে পেট্রোল ও আগুন ছুঁড়ে পালিয়ে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশন ও গাজীপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভান। আগুনে আলমারিতে থাকা বইপত্র ও প্রয়োজনীয় কিছু কাগজপত্র পুড়ে গেছে।

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর