thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নরসিংদী-৪  আসনের একটি ভোটকেন্দ্র বাতিল ঘোষণা

২০২৪ জানুয়ারি ০৭ ১০:৪৭:১০
নরসিংদী-৪  আসনের একটি ভোটকেন্দ্র বাতিল ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক:

অনিয়মের অভিযোগে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের একটি ভোটকেন্দ্র বাতিল ঘোষণা করেছে প্রিসাইডিং অফিসার।

রোববার (৭ ডিসেম্বর) সকালে বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়ের ইব্রাহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট বাতিল করা হয়।

এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচন করছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার প্রতিদ্বন্দ্বিতা মনোহরদীর উপজেলার ৫ বারের চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল ইসলাম খাঁন বীরু।

ইসির তথ্যানুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি সংসদীয় আসনে ১ হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসিতে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে এই নির্বাচনে ২৮টি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৫৩৪ জন প্রার্থী।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর