thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

মানিকগঞ্জে ট্রাক-অটোরিক্সা মুখোমুখী সংঘর্ষে  নিহত ৩

২০২৪ জানুয়ারি ০৮ ১৪:১৬:০৬
মানিকগঞ্জে ট্রাক-অটোরিক্সা মুখোমুখী সংঘর্ষে  নিহত ৩

দ্য রিপোর্ট প্রতিবেদক:আত্বীয়েরবাড়ি থেকে ফেরার পথে মানিকগঞ্জে ট্রাক-অটোরিক্সা মুখোমুখী সংঘর্ষে অটোরিক্সা চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার সকাল ১০টার দিকে মানিকগঞ্জ -সিংগাইর আঞ্চলিক সড়কের সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের আউটপাড়া এলাকায় এদুর্ঘটনা ঘটে।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. হাবিল হোসেন বলেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত ও আহত সবাই সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী। নিহত অটোরিক্সার চালকের নাম শাহীন মোল্লা (৪২)। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডী গ্রামের ইমান মোল্লার ছেলে। নিহত অন্য দুজন হলেন- জসিম তালুকদার (৪৫) ও তার নাতিন- ইয়াসিন (৫)।

আহতরা সবাই মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে হামজা (৩) ও ফৌজিয়ার (৩০) অবস্থা আশংকাজনক। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপালটির মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর