thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

মেহেরপুরে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

২০১৩ নভেম্বর ১৩ ১১:৫২:৩৫

মেহেরপুর সংবাদদাতা : শ্বশুরের সঙ্গে ঝগড়া করে শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে মুনিয়া খাতুন (২৫)। বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর সদরের বুড়িপোতা ইউনিয়নের গোভিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত মুনিয়া ওই গ্রামের মোফাউদ্দিনের ছেলে রানার স্ত্রী।

জানা গেছে, গোভিপুর গ্রামের মুনিয়ার সঙ্গে টাকার হিসাব নিয়ে মঙ্গলবার বিকেলে শ্বশুর মোফাউদ্দিন ও শ্বাশুড়ি মমতার সঙ্গে ঝগড়া হয়। ওই ঝগড়ার জের ধরে মুনিয়া নিজ শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।

তবে প্রতিবেশিরা জানান, মুনিয়ার শরীরে আগুন ধরানোর বিষয়টা সাধারণ ঝগড়া নয়। তবে মুনিয়ার শ্বশুর এ ব্যাপারে কোন কথা বলতে রাজি হননি।

মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, মুনিয়ার অবস্থা সংকটাপন্ন।

(দিরিপোর্ট২৪/এমআর/এমসি/নভেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর