thereport24.com
ঢাকা, শনিবার, ৯ আগস্ট 25, ২৪ শ্রাবণ ১৪৩২,  ১৪ সফর 1447

সামন্ত লাল সেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে

২০২৪ জানুয়ারি ১২ ১৪:২৯:৪৯
সামন্ত লাল সেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে

দ্য রিপোর্ট প্রতিবেদক:দ্বাদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটগুলোর সমন্বয়ক অধ্যাপক সামন্ত লাল সেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি।

যদিও শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য পাওয়া ফোনকে তিনি প্রথমে ভুয়া ভেবেছিলেন। প্রথমে বিশ্বাস হয়নি তার, তিনি যে মন্ত্রিসভায় ডাক পেয়েছেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ নিয়েছেন অধ্যাপক সামন্ত লাল সেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথবাক্য পাঠ করান।

এরপর এক প্রতিক্রিয়ায় এ চিকিৎসক বলেন, কোনোদিন স্বপ্নেও ভাবিনি আমি মন্ত্রী হব। এটা আমার কাম্যও ছিল না।

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর