thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

সপ্তাহের শেষ দিকে হতে পারে বৃষ্টি

২০২৪ জানুয়ারি ১২ ১৪:৩১:২৮
সপ্তাহের শেষ দিকে হতে পারে বৃষ্টি

দ্য রিপোর্ট প্রতিবেদক:সারা দেশে চলমান কনকনে শীতের দাপট থাকবে আরও কয়েকদিন। সঙ্গে থাকবে ঘনকুয়াশা। তবে উত্তরবঙ্গে এমন ঠান্ডা থাকতে পারে মাসজুড়ে। আবহাওয়া অফিস বলছে, সপ্তাহের শেষ দিকে সারা দেশে হতে পারে বৃষ্টি।

শুক্রবার আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৩ থেকে ৪ দিন কনকনে শীত অনুভূত হতে পারে। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা কমতে থাকতে পারে। ঘনকুয়াশার কারণে বিমান, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের ফলে এই সময়ের শেষ দিকে সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর