thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

উখিয়ায় রোহিঙ্গা নেতাকে গলা কেটে হত্যা

২০২৪ জানুয়ারি ১৩ ১৪:৫২:১৪
উখিয়ায় রোহিঙ্গা নেতাকে গলা কেটে হত্যা

দ্য রিপোর্ট প্রতিবেদক:কক্সবাজারে উখিয়ায় ঘর থেকে তুলে নিয়ে রোহিঙ্গাদের এক কমিউনিটি নেতাকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৭ ব্লকে হত্যাকাণ্ডটি ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

নিহত করিম উল্লাহ (৩৭) একই রোহিঙ্গা ক্যাম্পের এম-২৭ ব্লকের মৃত গনু মিয়ার ছেলে। তিনি ক্যাম্পটির এম-২৭ ব্লকের কমিউনিটি নেতা (ব্লক মাঝি)।

স্থানীয়দের বরাতে ওসি শামীম হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৭ ব্লকের বাসিন্দা করিম উল্লাহকে ঘর থেকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার গলা কেটে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় স্থানীয়রা আহত করিম উল্লাহকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক করিম উল্লাহকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল পাঠানো হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর