thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

আগুন লাগার সুস্পষ্ট কারণ জানা যায়নি:  ডিএমপি কমিশনার 

২০২৪ জানুয়ারি ১৩ ১৭:২৯:৪০
আগুন লাগার সুস্পষ্ট কারণ জানা যায়নি:  ডিএমপি কমিশনার 

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, কারওয়ান বাজার বস্তিতে লাগা আগুন নাশকতা নাকি শর্ট সার্কিট থেকে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হবে। এছাড়া নিখোঁজ ব্যক্তিদের শনাক্তে প্রয়োজনে ডিএনএ টেষ্ট করা হবে।

শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রহমান বলেন, এখনো আগুন লাগার সুস্পষ্ট কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস হয়তো সেটির তদন্ত সাপেক্ষে তাদের রিপোর্ট দিতে পারে। তারা তদন্ত করবে। তদন্ত করে এটি নাশকতা নাকি দুর্ঘটনা সে বিষয়টি বোঝা যাবে।

এর আগে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর তেজগাঁওস্থ কারওয়ান বাজার মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। ভয়াবহ এই আগুনে পুড়ে গেছে বস্তির তিন শতাধিক ঘর।

এদিকে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর