thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত দক্ষ: স্বরাষ্ট্রমন্ত্রী 

২০২৪ জানুয়ারি ১৪ ১৩:৩১:০৮
আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত দক্ষ: স্বরাষ্ট্রমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক: আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (১৪ জানুয়ারি) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে দায়িত্ব নেওয়ার প্রথমদিন এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা দেশকে বিব্রতকর পরিস্থিতিতে নেওয়ার চেষ্টা করছে, এটা নতুন কিছু নয়, তারা ২০১৪ সাল থেকে এমন কর্মকাণ্ড করছে। তারা ২১ আগস্ট প্রধানমন্ত্রীকে বোমা মেরে উড়িয়ে দিতে চেয়েছে। সেই গোষ্ঠী আবার এমন কিছু করার পাঁয়তারা করছে।

তিনি বলেন,জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। জনগণ জঙ্গি বা টেরোরিজম পছন্দ করে না। জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে, তাদের নিয়ে চিন্তা নেই। আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ। তারা এ সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর