thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

বিপিএলে থাকবেন তিন বিদেশী আম্পায়ার

২০২৪ জানুয়ারি ১৪ ১৩:৩৭:০১
বিপিএলে থাকবেন তিন বিদেশী আম্পায়ার

দ্য রিপোর্ট প্রতিবেদক:আর মাত্র পাঁচ দিন পর পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের। এবারের আসরে ৯ জন দেশি আম্পায়ারের সঙ্গে থাকবেন ৩ জন বিদেশিও।

এ ছাড়া ম্যাচ রেফারি থাকবেন ছয়জন।

বোর্ডের একটি সূত্র জানিয়েছে, তিন বিদেশি আম্পায়ার হলেন ইংল্যান্ডের ডেভিড মিলনস, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ওয়েস্ট ইন্ডিজের ডেইটন বাটলার।

১৯ জানুয়ারি থেকে ১ মার্চ, অর্থাৎ ৪২ দিন চলবে এই মহারণ। ফাইনালসহ মোট ম্যাচ হবে ৪৬টি। বিপিএল শুরুর আগের সব আয়োজন প্রায় শেষের দিকে।

দেশি আম্পায়াররা হলেন সরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত, গাজী সোহেল, মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদ, মাহফুজুর রহমান লিটু, মোর্শেদ আলী খান, আলী আরমান রাজন, মোহাম্মদ কামরুজ্জামান ও মনিরুজ্জামান টিংকু।
ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন এস এম রকিবুল হাসান, আখতার আহমেদ শিপার, নিয়ামুর রশিদ রাহুল, সেলিম মাহমুদ, শওকতুর রহমান চিনু ও এহসানুল হক সেজান।

বিদেশি আম্পায়াররা প্রতি ম্যাচ পরিচালনার জন্য পান ৫০০ ডলার। দেশি আম্পায়াররা পান ২৫ হাজার টাকা। এবার দেশিদের ম্যাচ ফি বাড়িয়ে ৩০-৩২ হাজার টাকা করার কথা রয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর