thereport24.com
ঢাকা, বুধবার, ৮ মে 24, ২৫ বৈশাখ ১৪৩১,  ২৯ শাওয়াল 1445

সব খেলার দায়িত্ব নেওয়া চ্যালেঞ্জিং: পাপন 

২০২৪ জানুয়ারি ১৪ ১৩:৩৮:২২
সব খেলার দায়িত্ব নেওয়া চ্যালেঞ্জিং: পাপন 

দ্য রিপোর্ট প্রতিবেদক:নতুন ক্রীড়ামন্ত্রী হিসেবে গত বৃহস্পতিবার শপথ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।

শপথ নেওয়ার পর পাপন বলেন, ‘অবশ্যই চ্যালেঞ্জিং, যেকোনো মন্ত্রণালয়ই চ্যালেঞ্জিং। এতদিন ক্রীড়ার সঙ্গেই ছিলাম, তবে শুধু ক্রিকেট নিয়ে। কাজেই এখন তো শুধু ক্রিকেট না, সব খেলাধুলাই দেখতে হবে, তার সঙ্গে যুবও।’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ৫৫টি ক্রীড়া ফেডারেশন রয়েছে। ক্রিকেট ছাড়া অন্য কোনো ইভেন্টে প্রত্যাশিত পারফরম্যান্স আসছে না।

এব্যাপারে পাপন বলেন, ‘কতগুলো স্পোর্টস আছে, আমাদের আন্তর্জাতিকভাবে ভালো করা সম্ভব। অনেকে ভালো করছেও, যেমন আর্চারি, শুটিং। হকি একটা, আমাদের বিশ্বকাপ খেলা উচিত। হকিটা বিশ্বকাপে বাছাইপর্বের পর্যায়ে নেওয়া সম্ভব। ফুটবল তো এখন ভালো খেলছে-বিশেষ করে মেয়েরা ভালো খেলছে, ছেলেরাও ভালো খেলছে।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমাদের অনেক অপশন আছে, অনেক প্রতিভা আছে। এখন সমস্যা কী, সেটা আগে জানতে হবে। সব সময় শুনি, তাতে মনে হয় সমস্যা আর্থিক। এটাই একমাত্র কারণ হতে পারে না। আমি ক্রিকেটের অভিজ্ঞতা থেকে বলছি, বাংলাদেশে স্পনসরের অভাব নেই। খেলাধুলায় স্পনসর করার মতো লোক আছে। তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে।’

পাপন আরও বলেন, ‘যদি এই ক্রিকেট বোর্ড, মন্ত্রণালয়ে নাও থাকি, তাও ক্রিকেট সব সময় আমার সঙ্গে থাকবে। কিন্তু ভালো হয় যদি আলাদা হওয়া যায়। তাহলে আর মানুষের মধ্যে ওই সন্দেহটা হবে না-ক্রিকেটকে বেশি গুরুত্ব দিচ্ছি। আমি সবগুলোকে গুরুত্ব দিতে চাই।’দ্য রিপোর্ট প্রতিবেদক:

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর