thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

‘গ্লাস না খাইলে হের পেট ভরে না’

২০১৩ নভেম্বর ১৩ ১১:৫২:৩৬
‘গ্লাস না খাইলে হের পেট ভরে না’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ‘হরতাল আমার বাসের গ্লাস খাইছে। হের খিদা বেশি, গ্লাস না খাইলে হের পেট ভরে না।’ বুধবার সকাল পৌনে ৯টায় মতিঝিলের শাপলা চত্ত্বরে যাত্রিদের প্রশ্নের জবাবে বলাকা পরিবহনের বাসচালক মজনু মিয়া এমন মন্তব্য করেন।

মজনু মিয়া যাত্রিদের উদ্দেশ্যে বলেন, ‘বাসে কাঁচ লাগানোর দরকারডা কী। আইজ লাগাইবো, কাল ভাঁঙ্গবো। হের চেয়ে নতুন কাঁচ না লাগাইয়া এমনেতেই গাড়ি চালানো ভালা। গেল সপ্তাহের হরতালে পিকেটাররা গ্লাস ভাঙ্গছিলো। মালিক কষ্ট কইরা তিন দিন আগে গ্লাস লাগাইছে। সোমবার সকালে তেজগাঁও মোড়ে ঢিল মাইরা সামনের গ্লাস ও জানলার গ্লাস ভাইঙ্গা দেয়।’

তিনি আরও বলেন, ‘ভোরে বাসের মালিকরে কইছিলাম বাসের কাঁচ লাগাইয়া দেন। তারপর বাস বাহির করমু। মালিক কইলো হরতাল যতদিন শেষ না হইছে ততদিন গাড়িতে আর কাঁচ লাগাইবো না। প্রতিদিন হরতাল হইবো আর প্রতিদিন পিকেটাররা আমার গাড়ির গ্লাস ভাঁঙ্গবো এইডা হয় না। দেশের রাজনীতি ঠান্ডা হইলে নতুন গ্লাস লাগামু, রংও করামু।’

প্রসঙ্গত, বুধবার বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৮৪ ঘণ্টা হরতাল শেষ হচ্ছে।

(দিরিপোর্ট২৪/এনটি/এমসি/জেএম/নভেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর