thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

ক্রাউন সিমেন্টের ষষ্ঠ ইউনিটের উৎপাদন শুরু জানুয়ারিতেই

২০২৪ জানুয়ারি ১৭ ১২:৪৪:০৩
ক্রাউন সিমেন্টের ষষ্ঠ ইউনিটের উৎপাদন শুরু জানুয়ারিতেই

দ্য রিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসির ষষ্ঠ ইউনিটের উৎপাদন চলতি জানুয়ারি মাস থেকেই শুরু হতে যাচ্ছে।

সোমবার (১৫ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।এর আগে রোববার (১৪ জানুয়ারি) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এই ইউনিটের উৎপাদন ২০২৩ সালের জানুয়ারিতে শুরু হবার কথা থাকলেও ইউক্রেন-রাশিয়া সংঘাতের কারণে এই ইউনিটের মেশিনারিজ সরবরাহ ব্যাহত হয়। ফলে কোম্পানির ইউনিটির উৎপাদনের সময় পিছিয়ে যায়।

২০২১ সালের ৫ জুন কোম্পানিটি ষষ্ঠ ইউনিট স্থাপনের মাধ্যমে উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তারপুরে অবস্থিত এ উৎপাদন কেন্দ্রের উৎপাদন ক্ষমতা দৈনিক ৮ হাজার ২৮০ মেট্রিক টন।

বর্তমানে এমআই সিমেন্ট ফ্যাক্টরির দৈনিক উৎপাদন ক্ষমতা ১১ হাজার মেট্রিক টন। কোম্পানির ৬ষ্ঠ ইউনিটটি চালু হলে কোম্পানির দৈনিক উৎপাদন ক্ষমতা বেড়ে ১৯ হাজার ২৮ মেট্রিক টনে উন্নীত হবে। এর ফলে কোম্পানির সিমেন্ট উৎপাদন ক্ষমতা প্রায় ৭৫ শতাংশ বাড়বে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর