thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

বেঙ্গল উইন্ডসোরের কারখানা বন্ধ

২০২৪ জানুয়ারি ১৭ ১২:৫০:৩৭
বেঙ্গল উইন্ডসোরের কারখানা বন্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস লিমিটেডের কারখানা বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার (১৫ জানুয়ারি) রাত ১০টা থেকে বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকসের কারখানা বন্ধ রয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানির কারখানা পরিদর্শন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রতিনিধি দল। পরিদর্শনকালে উল্লিখিত কোম্পানির কারখানাগুলোর কার্যক্রম প্রতিনিধি দল বন্ধ পায়।

কোম্পানিগুলো হলো- রিজেন্ট টেক্সটাইল মিলস, উসমানিয়া গ্লাস শিট, নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার, ফ্যামিলি টেক্স (বিডি), দুলামিয়া কটন স্পিনিং মিলস এবং নর্দার্ণ জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে বেশ কয়েকটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সিকিউরিটিজ আইন যথাযথভাবে পরিপালন করছে না। কোনো কোনোটি লভ্যাংশ ঘোষণা করেছে না এবং নির্ধারিত সময়ের মধ্যে তা বিনিয়োগকারীদের বিতরণ করছে না। আবার কোনো কোনো কোম্পানির উৎপাদন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। কোনো কোনো কোম্পানি তাদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) নিয়মিত করছে না। আবার কোনো কোনো কোম্পানি যথাসময়ে গুরুত্বপূর্ণ তথ্য বিনিয়োগকারীদের জানাচ্ছে না। এসব কারণে এসব কোম্পানি পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর