thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

সংসদের প্রথম দিন ঘিরে মাঠের কর্মসূচিতে ফিরতে চায় বিএনপি

২০২৪ জানুয়ারি ১৮ ১১:২০:২৩
সংসদের প্রথম দিন ঘিরে মাঠের কর্মসূচিতে ফিরতে চায় বিএনপি

দ্য রিপোর্ট প্রতিবেদক:দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিন হরতাল, ঘেরাও কিংবা বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দেবে বিএনপি। গত মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। স্থায়ী কমিটির বৈঠকে ওই দিন কর্মসূচি রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন বয়কট করা দলটি। সেদিন এর মধ্য দিয়ে নির্বাচনের পর মাঠের কর্মসূচিতে ফিরতে চায় তারা।

এদিকে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী পালনে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলের নেতারা মনে করছেন, জিয়াউর রহমানের জন্মদিনের কর্মসূচির মাধ্যমে বর্তমানে বিপর্যস্ত রাজনৈতিক অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে পাবে বিএনপি।

গত ৭ জানুয়ারি একতরফা ও পাতানো নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলে অভিযোগ করে আসছে বিএনপি। দলটি আগের সংসদের মতো এই সংসদকেও ‘অবৈধ’ আখ্যা দিয়েছে।

বিএনপি ও যুগপতের মিত্ররা এক বছরের বেশি সময় ধরে আন্দোলন করলেও চূড়ান্ত সফলতা পায়নি। বরং তাদের আন্দোলনের মুখে দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে টানা চতুর্থ বারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। এমন প্রেক্ষাপটে এখন নির্বাচনকেন্দ্রিক আন্দোলনের সফলতা ও ব্যর্থতা মূল্যায়ন করছে বিএনপি। এর অংশ হিসেবে স্থায়ী কমিটির এই ভার্চুয়াল বৈঠক হয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর