thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

আমীর খসরুর  উপস্থিতিতে জামিন শুনানি আজ

২০২৪ জানুয়ারি ১৮ ১১:২৪:২৩
আমীর খসরুর  উপস্থিতিতে জামিন শুনানি আজ

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজধানীর রমনা ও পল্টন থানার নাশকতার আট মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন শুনানি আজ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে আমীর খসরু মাহমুদ চৌধুরীর উপস্থিতিতে জামিন শুনানি হবে।

বুধবার এই আট মামলার শুনানির জন্য ছিল। এদিন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ আসামির উপস্থিতিতে জামিন শুনানি করতে প্রোডাকশন ওয়ারেন্ট (পিডব্লিউ) ইস্যুর আবেদন করেন। আসামিকে আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন আদালত।

বুধবার পল্টন থানার দুই মামলায় জামিন পান আমীর খসরু মাহমুদ চৌধুরী।

গত ২ নভেম্বর দিবাগত রাত পৌনে ১টার দিকে গুলশানের বাসা থেকে আমীর খসরুকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ৩ নভেম্বর তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৯ নভেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর